দিওয়ালির উপহার, রোজগার মেলা থেকে ১০ লক্ষ চাকরি দেবেন প্রধানমন্ত্রী
ODD বাংলা ডেস্ক: প্রায় দশ লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে। তাঁর দপ্তর থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, আগামী ২২ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলার সূচনা করবেন প্রধানমন্ত্রী। সেখানে ৭৫ হাজার চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন মোদি। এই রোজগার মেলা থেকেই দশ লক্ষ চাকরি দেওয়া শুরু হবে। দিওয়ালির উৎসবের সময়ে দেশবাসীর কাছে উপহার হিসাবে এই রোজগার মেলাকে তুলে ধরা হল প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে।পিএমওর বিবৃতিতে বলা হয়েছে, “দেশের যুবসমাজ ও সাধারণ মানুষের উন্নতির জন্য প্রধানমন্ত্রী সর্বদাই সচেষ্ট। তাই সকলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে তিনি বেশ আগ্রহী। দেশের যেসকল চাকরিতে আসন ফাঁকা রয়েছে, অতি দ্রুত সেই আসনগুলি পূরণ করতে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রোজগার মেলার মাধ্যমেও সেই আসনগুলি পূরণের চেষ্টা করা হবে। সরকারের প্রতিটি মন্ত্রক ও দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, শূন্যপদ গুলিতে যেন তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়।”
Post a Comment