বড় খবর: এবার আর যত খুশি নয়, বদলে গেল গ্যাস সিলিন্ডার কেনার নিয়ম


ODD বাংলা ডেস্ক: এবার থেকে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের সংখ্যা বেঁধে দিল কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে গ্রাহকরা বছরে মাত্র ১৫টি সিলিন্ডার কিনতে পারবেন। এর বেশি নয়। এর বাইরে গ্রাহকদের মাসে মাত্র ২টি সিলিন্ডার কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী এখন এক বছরে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা হল ১২টি। এর বেশি সিলিন্ডার কিনলে ভর্তুকি পাওয়া যাবে না। বাকি সিলিন্ডারগুলি গ্রাহকদের ভর্তুকি ছাড়াই কিনতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে সিলিন্ডার বণ্টনের জন্য সফটওয়্যারে পরিবর্তন আনা হয়েছে। তাই বদল এসেছে নিয়মেও। তবে আরও একটি কারণ রয়েছে। সেটাই মূল বিষয়। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, বাণিজ্যিক সিলিন্ডারের তুলনায় ঘরোয়া ব্যবহারের জন্য ভর্তুকিহীন সিলিন্ডারের সাম কম। এই সুযোগকে কাজে লাগিয়েই ব্যাপক কালোবাজারি চলছিল। তাতে লাগাম পরাতেই নতুন নিয়ম আনল কেন্দ্র। বেঁধে দেওয়া হল ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা। পাশাপাশি জানিয়ে দেওয়া হল, তার বেশি নিলে ভর্তুকি মিলবে না। ফলে দাম পড়বে একই। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.