তীব্র গতিতে মোষের পালকে ধাক্কা! উদ্বোধনের ৬ দিনের মাথায় চুরমার ‘বন্দে ভারত’ এক্সপ্রেস

ODD বাংলা ডেস্ক: যাত্রাশুরুর ৬ দিনের মাথায় ভয়ঙ্কর দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হল প্রধানমন্ত্রীর স্বপ্নের ‘বন্দে ভারত’ এক্সপ্রেস। মুম্বই সেন্ট্রাল এবং গান্ধিনগর ক্যাপিটালের মধ্যে চলাচলকারী এই সুপারফাস্ট বিলাসবহুল ট্রেন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহস্পতিবার সকালে।বাটওয়া এবং মণিনগর স্টেশনের মাঝে দুরন্ত গতিতে ছুটে আসা এই এক্সপ্রেস ধাক্কা মারে মোষের পালকে। মোষগুলি লাইন পেরোচ্ছিল বলে জানা গিয়েছে। ধাক্কার চোটে ট্রেনের সামনের অংশ একদিনে ভেঙে গিয়েছে।ট্রেনের ইঞ্জিনের ক্ষত মেরামত করছে রেল। এদিন গান্ধিনগর ক্যাপিটাল থেকে মুম্বাই সেন্ট্রালের উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। সোয়া এগারোটা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। পশ্চিম রেলওয়ে গত ৫ অক্টোবর থেকে গন্তব্যে পৌঁছনোর সময় আরও কমিয়ে দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.