দেশে ফিরলে হয় মেরে ফেলা হবে না হয় আত্মঘাতী হবেন, আতঙ্কে ভুগছেন নীরব মোদী
ODD বাংলা ডেস্ক: পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীকে এখনও দেশে ফেরানো সম্ভব হয়নি। ভারতের চেষ্টা সত্ত্বেও আপাতত লন্ডনের জেলেই বন্দি রয়েছেন তিনি। নিজের মনোবিদকে নীরব জানিয়েছেন, ভারতে ফেরানো হলে হয় তিনি আত্মহত্যা করবেন নয়তো তাঁকে খুন করা হবে। অর্থাৎ ভারতে ফিরলে তাঁর মৃত্যু নিশ্চিত। এমনই কথা বলেছেন আতঙ্কিত হিরে ব্যবসায়ী।২০১৯ সালের ১৪ মার্চ লন্ডনের একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেপ্তার হন তিনি। তারপর থেকেই তাঁকে দেশে ফেরানোর ব্যাপারে সচেষ্ট হয় ভারত। গত ১৫ এপ্রিল ব্রিটেনের মুখ্যসচিব প্রীতি প্যাটেল নীরবকে ভারতে প্রত্যর্পণের চুক্তিতে সই করেন। কিন্তু নীরব আবেদন করেন, ভারতে ফিরলে সঠিক বিচার পাবেন না তিনি। সেই আবেদনের শুনানি চলছে এখনও। এর মধ্যেই সামনে এল তাঁর এহেন আতঙ্কের কথা।
Post a Comment