কালীপুজোয় কি সুপার সাইক্লোন? আশ্বস্ত করল হাওয়া অফিস

ODD বাংলা ডেস্ক:কালীপুজোর সময়ই আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন 'সিতরাং'? এই নিয়ে বিস্তর আলোচনা চলছে। বিভিন্ন মহলে জল্পনা তুঙ্গে। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া এবং জলবায়ু বিষয়ক গবেষক মোস্তাফা কামাল পলাশ জানিয়েছেন ১৭ অক্টোবরের মধ্যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা ২৫ তারিখ সুপার সাইক্লোন হয়ে আছড়ে পড়তে পারে। যদিও এই বিষয়ে দিল্লির মৌসম ভবন বা আলিপুর আবহাওয়া দফতরের তরফে এখনও পর্যন্ত কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কালী পুজোর আগেই কি ‘সুপার সাইক্লোন’-এর সম্ভাবনা?Geomorphologist ড. সুজীব কর বলেন, “সুপার সাইক্লোনের কোনও সম্ভাবনা নেই। কিন্তু, একটা সাইক্লোনের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। এখনও পর্যন্ত যা পূর্বভাস পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী, ওডিশার উপকূলবর্তী এলাকায় এই ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত চিলকা এবং পুরীর মধ্যবর্তী এলাকায় তা আছড়ে পড়তে পারে। জলোচ্ছ্বাসের তীব্রতা থাকতে পারে। খুব সম্ভবত ২৪ তারিখ এই ঘূর্ণাবর্ত আছড়ে পড়তে পারে। দক্ষিণ আন্দামান সাগরে তা তৈরি হচ্ছে।উপকূলের জেলাগুলিতে এর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া।” তবে কোনও ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই, জানিয়েছেন তিনি। অর্থাৎ অযথা ভয় না পাওয়ার কথা বলেছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.