‘ছট পুজোতেও পাত্তা নেই বিহারীবাবুর’, শত্রুঘ্ন সিনহার নামে ‘নিখোঁজ’ পোস্টারে ছয়লাপ কুলটি
ODD বাংলা ডেস্ক: এবার আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নামে পোস্টারে ছয়লাপ কুলটি। হিন্দি ভাষার সেই পোস্টারে লেখা, “ছট পুজোতেও খোঁজ নেই বিহারীবাবুর।” স্বাভাবিকভাবেই পোস্টার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।বৃহস্পতিবার রাতে আসানসোলের কুলটি-সহ একাধিক দেখা যায় বেশ কিছু পোস্টার। সেখানে সাংসদ শত্রুঘ্ন সিনহার ছবি দেওয়া হয়েছে। তার উপর বড়বড় করে হিন্দিতে লেখা, ‘নিখোঁজ’। তাতে আরও লেখা, “মাননীয় সাংসদ শত্রুঘ্ন সিনহাজি বিহারীবাবু নামে পরিচিত। কিন্তু বিহারীদের সব থেকে বড় ছটপুজোর সময়েও নিজের লোকসভা কেন্দ্রে দেখা মিলছে না সাংসদের।” আসানসোলের বিহারী বাসিন্দাদের তরফে এই পোস্টার লাগানো হয়েছে বলে দাবি করা হয়েছে। এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি, এর নেপথ্যে রয়েছে বিজেপি।
Post a Comment