সর্বকালের সেরা ভারতীয় ছবি ‘পথের পাঁচালী’

ODD বাংলা ডেস্ক: আরও এক বার শ্রেষ্ঠত্বের শিরোপা ‘পথের পাঁচালী’-র৷ সর্বকালের সেরা ভারতীয় ছবির তকমা পেয়েছে ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায়ের পরিচালনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের কালজয়ী সেলুলয়েড রূপ৷ সর্বকালের সেরা ভারতীয় ছবির এই তালিকা প্রকাশ করল ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস৷ প্রকাশ করা হয়েছে ১০ টি সেরা ছবির তালিকা৷ তার প্রথম তিন স্থানেই উজ্জ্বল তিন বাংলা ছবি৷ সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র পর দ্বিতীয় শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়েছে ঋত্বিক ঘটকের ১৯৬০ সালের ছবি ‘মেঘে ঢাকা তারা’৷ তার ৯ বছর পর মুক্তি পাওয়া মৃণাল সেনের ‘ভুবন সোম’ আছে তৃতীয় স্থানে৷ ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী এই সংস্থার ভারত বিষয়ক ছবির ক্ষেত্রে ৩০ জন সদস্যের গোপন ভোট নিয়েই এই তালিকা প্রকাশ করা হয়েছে৷ তালিকায় আছে ৫ টি হিন্দি ছবি, ৩ টি বাংলা ছবি এবং মালয়লম ও কন্নড় ভাষার একটি করে ছবি৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.