'আমি অত্যন্ত ব্যথিত', সেতু বিপর্যয় নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন মোদী

ODD বাংলা ডেস্ক: মোরবির সেতু বিপর্যয়ের প্রসঙ্গ উত্থাপন করতে গিয়ে আবেগঘন হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চোখ ছলছল করে উঠল তাঁর। বর্তমানে তিনদিনের সফরে নিজের রাজ্য গুজরাটেই রয়েছেন মোদী। সফরের মাঝেই ভয়াবহ সেতু বিপর্যয় ব্যথিত করেছে তাঁকে। সে কথা বলতে গিয়েই কার্যত কেঁদে ফেলেন মোদী। এদিন গুজারটের বাসনকান্থায় উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "মোরবিতে একটা ভয়ংকর দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমি বুঝতে পারছিলাম না কি করব। কর্তব্য পালন করতে এই শিলান্যাস অনুষ্ঠানে আসব নাকি তা বাতিল করে দেব। কিন্তু, আপনাদের সকলের ভালোবাসা আমার কাছে শক্তি হয়ে দাঁড়িয়েছে। তাই এখানে এসেছি।"সরেজমিনে গোটা এলাকা পরিদর্শন করতে মঙ্গলবারই মোরবি যাচ্ছেন প্রধানমন্ত্রী। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.