টেটের তদন্তে সবরকম সহযোগিতা করব, আশ্বাস প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির
ODD বাংলা ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় বাংলা। গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক উচ্চপদস্থ কর্তা। এদিকে চাকরির দাবিতে আন্দোলন অব্যাহত। এই পরিস্থিতিতে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। দুর্নীতিহীন নিয়োগের আশ্বাসের পাশাপাশি তিনি মনে করিয়ে দিলেন, টেট উত্তীর্ণ হলেই নিয়োগ বাধ্যতামূলক নয়। তবে নিয়োগ দুর্নীতির তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।দুর্নীতির যে অভিযোগ বারবার উঠছে, তা সম্পূর্ণভাবে সঠিক নয়, ইঙ্গিতে এমনটাও বলেন তিনি। তবে তিনি সাফ জানিয়েছেন, দুর্নীতিহীন নিয়োগে বদ্ধ পরিকর তিনি। যতদিন দায়িত্বে থাকবেন ততদিন স্বচ্ছ নিয়োগের জন্য যা প্রয়োজন তিনি করবেন বলে জানান গৌতম পাল।
Post a Comment