'হয় চাকরি নয় আমাদের লাশ', বিক্ষোভে অনড় চাকরিপ্রার্থীরা
ODD বাংলা ডেস্ক: ৪৫ ঘণ্টা পার করেও অবস্থান বিক্ষোভে অনড় ২০১৪ সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরিপ্রার্থীদের দাবি খারিজের পর আমরণ অনশন শুরু করেন চাকরিপ্রার্থীরা। করুণাময়ীতে বিক্ষোভরতচাকরিপ্রার্থীদের অনেকে অসুস্থ হয়ে পড়লেও দাবি ছাড়তে নারাজ। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তারা স্পষ্ট জানিয়েছে, চাকরির নিয়োগ পত্র না নিয়ে তারা কোথাও যাবে না। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, ''হয় পর্ষদ তাদের চাকরি দেবে নয়তো এখান থেকে তাদের লাশ তুলে নিয়ে যাবে।'' অন্যদিকে, পর্ষদের স্পষ্ট জবাব, আন্দোলনকারীদের দাবি অন্যায্য। নিয়োগপত্র পেতে ফের বসতেই হবে পরীক্ষায়।
Post a Comment