ছট পুজোর জন্য শনিবার সন্ধ্যে থেকেই বন্ধ রবীন্দ্র সরোবর! বাড়ল পুলিশি নিরাপত্তা

ODD বাংলা ডেস্ক: ছটের জন্য রবীন্দ্র সরোবর লেক শনিবার  সন্ধ্যে সাতটা থেকে আগামী সোমবার বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকবে। এমনটাই কেএমডিএ পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবরে। নোটিশ রবীন্দ্র সরোবরে প্রতিটা গেটে দেওয়া হয়েছে। বেশিরভাগ গেটে বাইরে বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে। বাইরে মোতায়েন রয়েছেন কলকাতা পুলিশের কর্মীরা।শনিবার সন্ধ্যে থেকেই যেহেতু লেক বন্ধ, ফলে পুলিশ কর্মীরা শনিবার থেকেই মোতায়েন থাকছেন। ছটের জন্য একদিকে যেমন কেএমডিএ-এর পক্ষ থেকে পথ নাটক বা মাইকে প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, তেমনই কলকাতা পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে। ছট পুজোয় কড়া নজরদারির ব্যবস্থা থাকছে কলকাতা পুলিশের।পুলিশ সূত্রে খবর, শহর জুড়ে ছট পুজোর জন্য ৪৯০০ পুলিশ কর্মীদের মোতায়েন থাকবেন। শহরের ১৩২টি ঘাটে বিকল্প পুজোর ব্যবস্থা করা হয়েছে। শহর জুড়ে পুলিশ পিকেট থাকছে ১৭০টি জায়গায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.