মায়াপুরে ঘুরতে যাওয়ার পথে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, ২ শিশু সহ মৃত ৫
ODD বাংলা ডেস্ক: ভয়ঙ্কর দুর্ঘটনা ৩৪ নং জাতীয় সড়কে। লরি ও ছোট গাড়ির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল দুই শিশু সহ ৫ জনের। এরা সকলেই রায়গঞ্জের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নদিয়া জেলার নাকাশিপাড়া থানার তিনচারা সংলগ্ন ৩৪নম্বর জাতীয় সড়ক এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে নদিয়ার নাকাশিপাড়া থানার তিনচারা সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি ছোট গাড়ির সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় এক বাসিন্দা জানান, দুটি গাড়ির সংঘর্ষের রাস্তার ধারের একটি গাড্ডায় গিয়ে ছিটকে পড়ে ছোট গাড়িটি। সাত সকালে প্রচণ্ড জোরে বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে যান ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে দেখে আহত অবস্থায় রয়েছে ছোট গাড়ির যাত্রীরা।
Post a Comment