৫০ বছর আগের বেন্টলি গাড়ি নিলামে ৬৬,০০০ পাউন্ডে বিক্রি করলেন কৃষক!

 


ODD বাংলা ডেস্ক: দক্ষিণপূর্ব ইংল্যান্ডের ডরসেট কাউন্টির এক কৃষকের চালাঘরে ৫০ বছরেরও বেশি সময় ধরে পড়ে থাকা, বিরল মডেলের একটি বেন্টলি গাড়ি নিলামে ৬৬,০০০ পাউন্ডে বিক্রি হয়েছে। বিবিসির এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, বুধবার ওই কৃষকের পরিবার হেইনস ইন্টারন্যাশনাল মোটর মিউজিয়ামে গাড়িটি বিক্রি করেছে।


১৯৫৪ সালে বেন্টলি গাড়িটি কিনেছিলেন ওই কৃষক। কিন্তু ষাটের দশকে গাড়িটি এমওটিতে (নিরাপত্তা পরীক্ষা) ব্যর্থ হলে তিনি গাড়িটি আর চালাননি। এত বছর যাবত গাড়িটি সংরক্ষণ করে রেখেছিলেন তিনি।



চার্টারহাউজের নিলামকারী রিচার্ড ব্রোমেল জানান, এটি ছিল একটি 'ডার্বি বেন্টলি' গাড়ি। 


নিলামের প্রধান দুই বিডারের একজন ছিলেন অস্ট্রেলিয়ার নাগরিক। তিনিই ৬৬,০০০ পাউন্ডে শেষ নিলাম হাকেন।

১৯৩৫ সালে প্রথম গাড়িটি বাজারে আনা হয়েছিল। কিন্তু গাড়িটি এখন ব্যবহার করতে চাইলে এতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে এবং অনেকটা পুনঃনির্মাণ করতে হবে।



১৯৩৫ সালের এই বেন্টলি থ্রুপ অ্যান্ড মেবারলি ডিএইচসি গাড়িটির প্রথম মালিক ছিলেন একজন স্কটিশ আইনজীবী। কিন্তু পরে এটি অস্ট্রেলিয়ায় রপ্তানি করা হয় এবং অবশেষে ১৯৪৯ সালে গাড়িটি পুনরায় যুক্তরাজ্যে রপ্তানি করা হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.