৪ না ৫ অক্টোবর, কবে বিজয়া দশমী? জেনে নিন এখানে
ODD বাংলা ডেস্ক: প্রতি বছর আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিটি বিজয়া দশমী নামে পরিচিত। এদিনই রাবণ বধ করেছিলেন রাম। তাই এই তিথি দশহরা নামেও পরিচিত। চলতি বছর ৫ অক্টোবর বিজয়াদশমী। এদিন রাবণ দহন করা হয়। তার পাশাপাশি অস্ত্র ও বাহন পুজোও করা হয়ে থাকে। এদিন দুর্গা, রাম ও গণেশের পুজো প্রথাও প্রচলিত রয়েছে। বিজয়াদশমীকে বিজয়া তিথি বলা হয়ে থাকে। মনে করা হয় এই তিথিটি লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য অত্যন্ত শুভ। এ ছাড়াও বিজয়াদশমীর দিনে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর ফলে লক্ষ্মী প্রসন্ন হন এবং পরিবারে কখনও অর্থাভাব হয় না।
দশমীর দিনে করুন গোপন দান
হোম ও কিচেনে সবচেয়ে বড় ছাড়- ওয়াটার পিউরিফায়ার, গিজার, মিক্সার ও আরও অনেক কিছুতে রোজ বড় ছাড়
অধর্মের ওপর ধর্মের জয়ই শুধু নয়, বরং এই তিথিটি সুখ-সমৃদ্ধির আগমন ঘটায়। তাই এদিন গোপন দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে দান করলে লক্ষ্মী তাঁর ভক্তদের ওপর আশীর্বাদ বর্ষণ করেন।
লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য এই জিনিস দান করুন
১. দশমীর দিনে কোনও নতুন স্থানে গিয়ে ঝাটা দান করা উচিত।
২. দশমীর দিনে অন্নের পাশাপাশি বস্ত্র দান করা উচিত।
৩. এর পর লক্ষ্মীর কাছে আশীর্বাদ বর্ষণের জন্য প্রার্থনা করুন।
বিজয়াদশমী ও দশহরা কবে?
৪ অক্টোবর দুপুর ২টো ২০ মিনিট থেকে দশমী তিথি শুরু হচ্ছে। এর পর ৫ অক্টোবর দুপুর ১২টায় দশমী তিথি ছেড়ে যাবে। ৫ অক্টোবর উদয়া তিথি থাকায় এ দিনই বিজয়া দশমী পালিত হবে। সনাতন ধর্মে যে কোনও উৎসব উদয়া তিথিতে পালন করার প্রথা রয়েছে। তাই এ বছর দশমী ৫ অক্টোবর পালিত হবে।
বিজয়াদশমীর মাহাত্ম্য
দশহরাকে অধর্মের ওপর ধর্মের বিজয় রূপে মনে করা হয়। তাই একে বিজয়া দশমী বলা হয়ে থাকে। অহংকারী রাবণের পতনের দিকে দৃষ্টি আকর্ষণ করে বিজয়া দশমী। রাবণ বধের পর এই তিথিটি অসত্যের ওপর সত্যের জয়ের উৎসব হিসেবে পালিত হয়। রাবণ বধ ছাড়াও, শাস্ত্র মতে এদিন দুর্গা মহিষাসুরের অত্যাচার থেকে দেবতাদের মুক্তি দেন। বিজয়াদশমীর উৎসব কাম, ক্রোধ, মোহ, লোভ, অহংকার, হিংসার মতো অভ্যাস থেকে দূরে থাকার অনুপ্রেরণা দেয়। অন্য দিকে এ দিনই কৈলাসে গমন করেন উমা। তাঁকে বরণ করে বিদায় জানানো হয়। দুর্গাকে বরণ করার পর সিঁদূর খেলায় মেতে ওঠেন সকল মহিলারা।
Post a Comment