বন্ধ হচ্ছে কার্টুন নেটওয়ার্ক! মন খারাপ ৯০-এর দশকের ছেলেমেয়েদের

ODD বাংলা ডেস্ক: নয়ের দশকের ছেলেমেয়েদের জন্য দুঃসংবাদ। বন্ধ হয়ে যাচ্ছে ৩০ বছরের পুরনো কার্টুন নেটওয়ার্ক। নয়ের দশকের ছেলেমেয়েদের কাছে কার্টুন নেটওয়ার্ক মানেই নস্টালজিয়া।স্কুল থেকে ফিরেই কার্টুন নেটওয়ার্কের প্রতি ছিল এক অমোঘ আকর্ষণ। মা-বাবার হাজার বকুনি খেয়েও নয়ের দশকের ছেলেমেয়েরা কার্টুন নেটওয়ার্ক দেখেই বেড়ে উঠেছে। চ্যানেলের নাম পরিবর্তন করে কার্টুন নেটওয়ার্ক থেকে ছোট করে 'CN'হয়েছে। এবার এই চ্যানেলের অস্তিত্বটাই আর থাকছে না। সোশাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে। ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার জন্যই খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে কার্টুন নেটওয়ার্ক।আর এই খবর প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছেন কার্টুন নেটওয়ার্কের ভক্তরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.