চিংড়িঘাটা মোড়ে উলটে গেল মার্বেল বোঝাই লরি, আশঙ্কাজনক ৪!

ODD বাংলা ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় দিন, ব্যস্ত সময় ফের কলকাতায় দুর্ঘটনা। চিংড়িহাটা মোড়ে একটি মার্বেল বোঝাই লরি উলটে গিয়ে বিপত্তি ঘটল। ঘটনায় আহত হয়েছেন চার জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিশ। স্থানীয়দের চেষ্টায় আহতদের SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মার্বেল বোঝাই ওই দুর্ঘটনাগ্রস্ত লরিটি খুব দ্রুতগতিতে বাইপাসের দিকে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি চিংড়িহাটা মোড়ে উলটে যায়। লরির পিছনের চাকা খুলে গিয়েছে বলেও জানা যাচ্ছে। লরি উলটে যাওয়ায় সমস্ত মার্বেল রাস্তায় পড়ে যায়। মার্বেলগুলি ভেঙে রাস্তায় ছড়িয়ে পড়ে। মার্বেলের স্তূপের ভিতর চারজন চাপা পড়ে যায় বলেই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। অভিযোগ, লরিটি অত্যন্ত দ্রতগতিতে চলছিল। পিছনে মার্বেলের স্তূপের উপর অতিরিক্ত যাত্রী বিপজ্জনকভাবে বসে ছিলেন। ফলে দুর্ঘটনার সময় তাঁরা সকলেই গুরুতরভাবে জখম হয়েছেন। চারজনের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.