গুমনামি বাবার DNA রিপোর্ট প্রকাশ্যে আনতে নারাজ কেন্দ্র! আরও জোড়াল বিতর্ক


ODD বাংলা ডেস্ক: গুমনামি বাবার ডিএনএ-র নির্যাস প্রকাশ্যে জানাতে অস্বীকার করল সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরি। কারণ হিসাবে বলা হয়েছে, এই ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট সর্বসমক্ষে জানালে বিঘ্নিত হতে পারে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা। আন্তর্জাতিক ক্ষেত্রেও বদলে যেতে পারে রাজনীতির রসায়ন। সম্পর্ক খারাপ হবে বহু দেশের সঙ্গে! আর এই কেন্দ্রীয় সংস্থার ‘প্রত্যাখ্যান’ই নেতাজি অন্তর্ধান রহস্যকে নতুন মাত্রা দিল।বস্তুত, নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে ফৈজাবাদের গুমনামি বাবা বা ভগবানজির বিস্ময়কর মিল নিয়ে চর্চা জারি রয়েছে। একটি বড় অংশের জোরালো দাবি, তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। তিনি ফিরে এসেছিলেন ভারতেই। সাধু ভগবানজিই নেতাজি কি না সেটা জানতে মুখার্জি কমিশন গুমনামি বাবার DNA পরীক্ষাও করায়। ফরেনসিক ল্যাবরেটরি থেকে দেড় পাতার একটি রিপোর্টে ‘দায়সারা’ভাবে নেতাজির সঙ্গে ভগবানজির মিল নেই বলে জানানো হয়েছিল। পরে বিচারপতি মনোজ মুখোপাধ্যায় স্পষ্ট করেন, তাইহোকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি।

rti-query-cfsl-cant-share-gumnami-babas-dna-report

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.