নোবেলের মঞ্চে এক হল রাশিয়া-ইউক্রেন, শান্তি পুরস্কার দুই দেশের মানবাধিকার সংগঠনকে
ODD বাংলা ডেস্ক: নোবেল শান্তি পুরস্কারের মঞ্চে একই সঙ্গে জায়গা করে নিল রাশিয়া ও ইউক্রেন। ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে এই দুই দেশের মানবাধিকার রক্ষাকারী সংস্থাকে। সেই সঙ্গে বেলারুশের মানবাধিকার কর্মী আলেস বিয়ালিয়াৎস্কিকেও এই পুরস্কার দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই পুরস্কার পাওয়ার দৌড়ে ছিলেন ভারতের মহম্মদ জুবেইর ও প্রতীক সিনহা। শুক্রবার নোবেল কমিটির তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে।
Post a Comment