‘প্রকৃত দেশপ্রেমিক’, মোদীর প্রশংসায় পঞ্চমুখ পুতিন
ODD বাংলা ডেস্ক: ইউক্রেন যুদ্ধের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মোদীকে ‘প্রকৃত দেশপ্রেমিক’ বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার মস্কোয় ১৯ তম ভ্যালদিয়া আলোচনাচক্রে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট। সেখানেই ভারতের প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দেন তিনি। “নরেন্দ্র মোদী সেই রাজনীতিবিদদের একজন, যিনি নিজের দেশের স্বার্থে স্বাধীনভাবে বিদেশনীতি নিতে পেরেছেন। ব্রিটিশ ঔপনিবেশিকতার থেকে মুক্তি পাওয়ার পর দারুণভাবে উন্নতি করেছে ভারত। এই উন্নয়নের কারণেই ভারতকে শ্রদ্ধা ও প্রশংসা করা যায়। গত বছর প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে অনেক কিছু হয়েছে। স্বাভাবিকভাবেই তিনি দেশপ্রেমিক। তাঁর চিন্তা ভাবনা ভারতের অর্থনীতি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।” বৃহস্পতিবার মস্কোর আলোচনাচক্রে বলেন পুতিন।
Post a Comment