২৪ ঘন্টা পার, রাস্তায় খাবার-জল ফেলে অনশন আন্দোলনে ২০১৪-র টেট উত্তীর্ণরা!
ODD বাংলা ডেস্ক: প্রায় ২৪ ঘন্টা পার, হকের চাকরির দাবিতে সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে লাগাতার অবস্থান-আন্দোলনে ২০১৪-র প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। এর মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী। ইতিমধ্যেই করুণাময়ীর ওই জায়গায় ১৪৪ ধারা জারি করেছে বিধাননগর কমিশনারেট। আন্দোলনকারীদের অবস্থান তুলে নেওয়ার জন্য বারে বারেই আবেদন জানাচ্ছে পুলিশ। তা না হলেই আইনানুগ পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এর পাল্টা এবার আমরণ আনশন আন্দোলনের ঘোষণা করলেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।রাতভর অবস্থানের পর এ দিন পুলিশ করণাময়ী থেকে আন্দোলনকারীদের সরতে বললে উত্তেজনা তৈরি হয়। খাবার, বোতল থেকে পানীয় জল রাস্তায় ফেলে টেট উত্তীর্ণ বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা অনশনের ঘোষণা করেন। রাস্তায় চকের মাধ্যমে নিজেরে কথা তুলে ধরেন তারা। হকের চাকরির নিয়োগ না মেলা পর্যন্ত আন্দোলন-অবস্থান চলবে বলে দাবি চাকরিপ্রার্থীদের।
Post a Comment