নিলামে উঠবে সারদার সম্পত্তি, বিজ্ঞপ্তি জারি সেবির


ODD বাংলা ডেস্ক: নিলামে উঠবে সারদার সম্পত্তি। বিজ্ঞপ্তি জারি করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। জানিয়ে দেওয়া হয়েছে দিনক্ষণ। সারদা গ্রুপ অফ কোম্পানিজ এবং সরদার ডিরেক্টরদের সমস্ত স্থাবর সম্পত্তি নিলামে উঠবে বলেই ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ভাবে জানানো হয়েছিল, যে বা যাঁরা এই নিলাম প্রক্রিয়ায় অংশ নিতে চান, তাঁরা ২৮ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন। পরে দিন বাড়িয়ে ৩ নভেম্বর পর্যন্ত আবেদন জানানোর সুযোগ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সারদা মামলা চলছে বিগত কয়েকবছর ধরেই। এই মামলায় তোলপাড় হয় গোটা রাজ্য। সারদায় নিজেদের শেষ পুঁজি পর্যন্ত দিয়েছিলেন রাজ্যে এমন মানুষ বহু। অথচ সব দিয়ে সেই সব হারিয়েছিলেন তারা। সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পর শুধুই হাহাকার ছিল। হাইকোর্টের পক্ষ থেকে এই মামলা শেষবার যায় অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারের কমিটির কাছে। আগেই সারদা মামলায় ৫০০ কোটির তহবিল তৈরির কথা জানিয়েছিল সরকার। প্রতারিতদের ক্ষতিপূরণের জন্য দেওয়া হয়েছিল ২৮৭ কোটি। অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের কমিশনের কাছে রাজ্য সরকারের তরফ থেকে এই অর্থ দেওয়া হয়েছিল। উল্লেখ্য, শ্যামল সেন  কমিশনেকে রাজ্য সরকার সারদা সহ একগুচ্ছ অর্থলগ্নি সংস্থার তদন্ত করার নির্দেশ দিয়েছিল। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.