ক্যানসারে আক্রান্ত বোন, চিকিৎসার জন্য অনুরাগীদের দ্বারস্থ হলেন RJ সায়ন
ODD বাংলা ডেস্ক: ব্লাড ক্যানসারে আক্রান্ত বোন। চিকিৎসার জন্য প্রয়োজন ৫০ লক্ষ টাকা। তড়িঘড়ি সেই টাকা জোগাড় করা চারটিখানি কথা নয়। আর সেই প্রেক্ষিতেই অনুরাগীদের কাছে কাতরভাবে সাহায্যের জন্য হাত পাততে বাধ্য হলেন সঞ্চালক অভিনেতা সায়ন ঘোষ।যে মানুষটি কিনা সারাক্ষণ সবাইকে হাসিতে মাতিয়ে রাখেন, সেই তিনিই এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আচমকাই আরজে তথা অভিনেতা সায়নের পরিবারে নেমে এসেছে অন্ধকার। ‘রেস্ট ইন পিস’ খ্যাত সায়ন নিজমুখেই জানিয়েছেন সেকথা। বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট না হলে বোনকে বাঁচানো অসম্ভব। তার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ টাকা। যা কিনা সঞ্চালক অভিনেতার একার পক্ষে জোগাড় করা অসম্ভব। তই অনুরাগীদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন তিনি।
Post a Comment