ভারতকে সিরিজ জিতিয়েই বলিউডে অভিষেক শিখর ধাওয়ানের, কোন ছবিতে দেখা যাবে তাঁকে
ODD বাংলা ডেস্ক: শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারত দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিততে চলেছে। এরই মধ্যে ভাইরাল হয়েছে শিখর ধাওয়ানের দুটি স্টিল ছবি। একটিতে তাঁকে দেখা যাচ্ছে লাল রংয়ের গাউন পরা হুমা কুরেশির সঙ্গে কালো রংয়ের স্যুট পরে গব্বর নাচছেন। আরেকটি দেখা যাচ্ছে, কুরেশির সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছেন।শিখর ধাওয়ান নিজের সোশ্যাল মিডিয়ায় নানা মজাদার ভিডিও পোস্ট করে থাকেন। তাতে তাঁর অভিনয়ও ভালোই প্রশংসিত হয়ে থাকে। এবার বলিউডে অভিনেতা হিসেবে অভিষেক হতে চলেছে শিখর ধাওয়ানের। যে দুটি স্টিল ছবি ভাইরাল হয়েছে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী হুমা কুরেশি। তিনিই জানিয়েছেন, ডাবল এক্সএল ছবিতে ধাওয়ানের অভিনয় করার কথা। স্থূলকায় দুই নারীকে কেন্দ্র করে কমেডি ড্রামা এই ডাবল এক্সএল। এই ছবিতেই মীরাটের থেকে উঠে আসা স্পোর্টস প্রেজেন্টার রাজশ্রী ত্রিবেদীর চরিত্রে অভিনয় করছেন হুমা। এ ছাড়া দিল্লির ফ্যাশন ডিজাইনার সায়রা খান্নার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোনাক্ষি সিনহাকে।শিখরের কথায়, দেশের হয়ে যাঁরা খেলেন তাঁদের প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয়। অবসর সময়ে আমি ভালো ছবি দেখে সময় কাটাতে পছন্দ করি। যখন আমার কাছে অভিনয়ের প্রস্তাব এলো এবং আমি ছবিটির গল্প শুনলাম তা আমার মনে ব্যাপক প্রভাব ফেলল। ছবির মধ্যে দিয়ে অসাধারণ বার্তা দেওয়া হবে। যা অল্প বয়সের ছেলে-মেয়েদের তাঁদের স্বপ্নপূরণে সমস্ত বাধা মোকাবিলা করে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে।
Post a Comment