'ওঁর জন্য বড় কিছু অপেক্ষা করছে', সৌরভ ইস্যুতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য


ODD বাংলা ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিদায় নিতে হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ১৮ অক্টোবর পর্যন্ত BCCI সভাপতি থাকছেন তিনি। তবে দ্বিতীয় টার্মে আর থাকবেন না মহারাজ। বোর্ড সূত্রে জানা গিয়েছে, একাধিক অভিযোগ রয়েছে মহারাজের বিরুদ্ধে। আর সেই কারণেই 'কড়া' হতে হয়েছে বোর্ডকে। সৌরভকে সরানো নিয়ে ফুঁসে উঠেছে বাঙালিদের একাংশ। বিষয়টি নিয়ে অভিনেতা রুদ্রনীল ঘোষের কথায়, " আধুনিক সময়ে যাঁদের নিয়ে বাঙালির আবেগ এবং ভালোবাসা রয়েছে, তাঁদের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় অন্যতম। সেক্ষেত্রে আমাদের আবেগের কিছু আকাঙ্ক্ষা থাকে। কিন্তু, ক্রিকেট বোর্ডের কিছু নিয়ম থাকে। সেসব অবশ্য আমি জানি না। আমি এটুকু জানি যে অবসর নেওয়ার পরেও উনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। আমাদের সকলের মন খারাপ। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বোর্ডের কিছু নিয়ম রয়েছে। বেশ কিছু সময় তাঁদের কয়েকটি পদক্ষেপ নিতে হয়। সেই কারণেই হয়ত সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরতে হচ্ছে। তবে আমার বিশ্বাস, ওঁর জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.