''টস হয়ে গিয়েছে গ্লাভস পরে ক্রিজে নামার অপেক্ষা'', দিদির কাছে ফোঁটা নিয়ে খুশিতে ডগমগ শোভন
ODD বাংলা ডেস্ক: ভাইফোঁটার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শোভন-বৈশাখী। শোভন চট্টোপাধ্যায়কে ভাইফোঁটা দিলেন মুখ্যমন্ত্রী। ‘অভিমানের মেঘ কেটে গেছে’, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে বললেন শোভন-বান্ধবী বৈশাখী। দিদির কাছ থেকে ভাইফোঁটা নিয়ে আহ্লাদে আটখানা শোভনও। দিদির হাতে ভাইফোঁটা নিয়ে এদিন খুশিতে ডগমগ শোভন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ''টস হয়ে গিয়েছে গ্লাভস পরে ক্রিজে নামার অপেক্ষা। এই দিনের জন্য আলাদা করে আমন্ত্রণ হয় না। আজকের দিনে দিদির কাছে আসব, এটা আলাদা করে কি বলব। দিদি ও আমার মধ্যে একান্তে কথা হয়েছে। দিদি যা সিগন্যাল দেওয়ার বা যেটা বলেছেন, তার বাস্তবায়ন করব। দিদির ভালোবাসা, স্নেহ সেটা অনেক সময় অনেকভাবে ক্যালকুলেশন করা হয়। বাস্তবটা কি সেটা আমিই জানি''
Post a Comment