১৪ দিনের জেল হেফাজতে পার্থ, ‘দলের সঙ্গে ১০০ বার আছি’, ফের বার্তা প্রাক্তন শিক্ষামন্ত্রীর
ODD বাংলা ডেস্ক: সমস্ত আবেদন, অনুরোধ খারিজ। পার্থ চট্টোপাধ্যায়ের কাতর অনুরোধ-উপরোধ সত্ত্বেও জামিন মিলল না। ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ১৪ নভেম্বর পর্যন্ত তাঁকে প্রেসিডেন্সি জেলে থাকতে হবে। একই নির্দেশ দেওয়া হয়েছে এই মামলায় অভিযুক্ত প্রাক্তন এসএসসি কর্তা এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও সুবীরেশ ভট্টাচার্যকে। তাঁরাও ১৪ নভেম্বর পর্যন্ত জেলবন্দি থাকবেন। আদালতে সওয়াল-জবাবের সময় পার্থ বলেন, ”আমার শরীর দিচ্ছে না। রোজ রোজ আমার বিরুদ্ধে নতুন নতুন মামলা হচ্ছে। আমাকে আমার মতো থাকতে দিন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিন।” পালটা সিবিআই তাঁর জামিনের বিরোধিতায় ফের ‘প্রভাবশালী’ তত্ব সামনে আনে। আদালতকে আইনজীবী জানান, তাঁর থেকে প্রতিদিনই নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। সেসব খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে জামিন দিলে সমস্যা হবে।
Post a Comment