কালীপুজোয় আছড়ে পড়তে পারে সুুপার সাইক্লোন, আজও রাজ্যে চলবে বৃষ্টিপাত

ODD বাংলা ডেস্ক: কালীপুজোর আগেই রাজ্যের আকাশে দুর্যোগের কালো মেঘ! আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন 'সিতরাং'। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া এবং জলবায়ু বিষয়ক গবেষক মোস্তাফা কামাল পলাশের কথায়, বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হতে পারে ১৭ অক্টোবরের মধ্যে। এই নিম্নচাপই ২৫ তারিখ সুপার সাইক্লোন হয়ে আছড়ে পড়তে পারে উপকূলবর্তী এলাকায়। যদিও এখনও পর্যন্ত দিল্লীর মৌসম ভবন এই নিয়ে কোনও সতর্কবার্তা জারি করেনি। পাশাপাশি এর সম্ভাব্য প্রভাব বা ঘূর্ণাবর্ত তৈরির বিষয়ে কোনও সতর্কবার্তা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকেও। এদিকে সেই গবেষণা সংস্থার বক্তব্য অনুযায়ী, ১৮ থেকে ১৯ অক্টোবরের মধ্যে ভারতের একাধিক উপকুলবর্তী রাজ্য সুপার সাইক্লোন সিতরাং এর কবলে পড়তে পারে। ল্যান্ডফলের সময় এই সাইক্লোনের গতিবেগ হতে চলেছে ঘণ্টায় সর্বোচ্চ ২২০ থেকে ২৫০ কিলোমিটার, দাবি ওই মার্কিন সংস্থার। যদিও এই সাইক্লোন তৈরি প্রসঙ্গে কোনও মন্তব্য করেনি আলিপুর আবহাওয়া দফতর। আদৌ পুজোর আগে এই সাইক্লোন তৈরি হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.