ধেয়ে আসছে সুপার সাইক্লোন সিত্রাং? ঘূর্ণাবর্তের দিনক্ষণ নিয়ে কী আপডেট দিল হাওয়া অফিস

ODD বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে চলেছে সুপার সাইক্লোন সিত্রাং? কালীপুজোর সময় তাণ্ডব চালাবে এই গতিশীল ঘূর্ণিঝড়? কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় সম্প্রতি আশঙ্কা ছড়িয়ে পড়েছিল রাজ্যে। এরপরই গোটা বিষয়টি স্পষ্ট করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের বক্তব্য, IMD-র পূর্বাভাস অত্যন্ত নির্দিষ্ট এবং নির্ভুল। ফলে ঘূর্ণাবর্ত কিংবা সাইক্লোন সংক্রান্ত পূর্বাভাসের ক্ষেত্রে অন্য কোনও মডেল বা এজেন্সির পূর্বাভাস অনুসরণ না করে ভারতীয় গবেষণার উপরই আস্থা রাখা বাঞ্ছনীয়।জানা যাচ্ছে, আগামী ১৮ অক্টোবর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। ১৯ তারিখ থেকে তার প্রভাব পড়তে শুরু করবে বঙ্গে। তবে সেটির নির্দিষ্ট গতিপথ নিয়ে এখনও সেভাবে কিছু জানায়নি হাওয়া অফিস। এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের কর্তা বলেন, "আগামী তিনদিনের মধ্যে আমাদের রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই উন্নত হবে। ১৮ তারিখ নাগাদ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা। সেখান থেকে একটি নিম্নচাপ তৈরি হবে। তবে ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তারপর থেকে ফের নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যদিও এখনই এই ঘূর্ণাবর্তের গতিপথ নিয়ে কিছু বলা যাচ্ছে না।" 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.