সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মানিকের!ইডি গ্রেফতারির বিরুদ্ধে মামলা খারিজ
ODD বাংলা ডেস্ক: সু্প্রিম কোর্টে বড়সড় ধাক্কা মানিক ভট্টাচার্যের। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ইডি-এর গ্রেফতারির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন । ইডি-এর গ্রেফতারি খারিজ করার আবেদন শীর্ষ আদালতের কাছে রাখে মানিক ভট্টাচার্য। তাঁর দাবি ছিল, সিবিআই-এর রক্ষাকবচ থাকা সত্ত্বেও ইডি কেন গ্রেফতার করল। সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।আবেদনে মানিক ভট্টাচার্য জানিয়েছিলেন, যে অভিযোগে ইডি তাঁকে গ্রেফতার করেছে সেই একই অভিযোগের তদন্ত করছে সিবিআই। সেই বিষয়ে রক্ষাকবচ দিয়েছে শীর্ষ আদালত। তাহলে একই অভিযোগে ইডি কী ভাবে গ্রেফতার করতে পারে? তাতে আদালত স্পষ্ট জানায়, রক্ষাকবচ দেওয়া হয়ে ছিল সিবিআইয়ের ক্ষেত্রে। কিন্তু কেন্দ্রীয় সংস্থা ইডি পৃথকভাবে ওই কেসের সঙ্গে যুক্ত অন্য মামলার তদন্ত করেছে। ইডি-এর ক্ষেত্রে কোনও নির্দেশ দেওয়া হয়নি। এক্ষেত্রে গ্রেফতারির স্বপক্ষে ইডির যুক্তি বেশি যুক্তিযুক্ত লাগায় মানিক ভট্টাচার্যের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
Post a Comment