ভোরের শিরশিরানি কি শীত আগনমের ইঙ্গিত? কী বলছে হাওয়া অফিস

ODD বাংলা ডেস্ক: ভোরের বেলায় শিরশিরানি অনুভূত হচ্ছে শহরজুড়ে। বেলা বাড়তেই গুমোট পরিস্থিতি। আগামী কয়েকদিন এমনই শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতায়। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই রাজ্যে। তবে কি শীত দোরগোড়ায়? শীতপ্রিয় বাঙালির মনে এখন একটাই প্রশ্ন। কবে থেকে পারদ পতন শুরু হবে রাজ্যে? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত বঙ্গে শীতের প্রবেশের কোনও সম্ভাবনাই নেই। আগামী কয়েকদিন ভোরবেলা সামান্য শীতের আমেজ থাকতে পারে। তাপমাত্রা কিছুটা কমায় এই শিরশিরানি ভাব অনুভূত হবে। যদিও তা কোনওভাবেই শীতের ইঙ্গিত নয়। আপাতত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি নামবে না। শীতের প্রবেশ ১৫ ডিসেম্বরের আগে ঘটার কোনও সম্ভাবনাই নেই। স্পষ্ট জানিয়েছে হাওয়া অফিস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.