গর্ভাবস্থায় মায়ের খাবারের স্বাদ বোঝে শিশু, দাবি গবেষণায়



 ODD বাংলা ডেস্ক: ইংল্যান্ডের ১০০ জন নারীর ওপর চালানো এ গবেষণা গত বুধবার সাইকোলজিক্যাল সায়েন্স জার্নালে প্রকাশিত হয়। তাদেরকে শাক এবং গাজরের গুঁড়া দিয়ে তৈরি ক্যাপসুল খাওয়ানো হয়েছিল। 


গবেষকরা বলছেন, গাজরের স্বাদে গর্ভের শিশুর মুখে হাসির ভাব আর তিতকুটে স্বাদের শাকের ক্ষেত্রে কাঁদো কাঁদো ভাব দেখা  গেছে বেশীরভাগ ক্ষেত্রে। 


গবেষক দলের প্রধান বেয়জা উস্তুন বলেছেন, গর্ভাবস্থায় শিশু স্বাদ, ঘ্রাণ পায় কি না এ নিয়ে এর আগেও গবেষণা হয়েছে, তবে এবারই প্রথম গবেষণা যেখানে শিশুর জন্মের আগেই এ গবেষণা চালানো হয়। 


গবেষক দল বলছে, গর্ভাবস্থায় মায়ের নিয়মিত খাদ্যাভ্যাস শিশুর পরবর্তী জীবনের খাবারের স্বাদে ভূমিকা রাখে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.