কর্কট রাশির মধ্যে এমন কয়টি পরিবর্তন দেখা দিলে সতর্ক হন, প্রেমে পড়লে হয় এমনটা



 ODD বাংলা ডেস্ক: রইল কর্কট রাশির কথা। রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এই রাশির ছেলেরা প্রেমে পড়লে এই চার পরিবর্তন দেখা দেয়। জেনে নিন কী কী।  


প্রেম নিয়ে সকলের জীবনে অভিজ্ঞতা আলাদা। কারও কাহিনি সুখের তো কারও দুঃখের। প্রেমে পড়লেও সকলের মধ্যে দেখা যায় ভিন্ন পরিবর্তন। কেউ প্রেমে পড়লে ভাবুক হয়ে যায়। তেমনই কেউ কল্পনা জগতে থাকেন। কেউ সারাক্ষণ মনের মানুষের কথা ভাবেন। কেউ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তো কেউ ভালোবাসার মানুষের সকল সুবিধার কথা চিন্তা করেন। আজ রইল কর্কট রাশির কথা। রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এই রাশির ছেলেরা প্রেমে পড়লে এই চার পরিবর্তন দেখা দেয়। জেনে নিন কী কী।  


আপনাকে সমর্থন করবে সব সময়। যদি দেখেন কর্কট রাশির ছেলেরা বারে বারে আপনাকে সমর্থন করছে তাহলে বুঝবেন সে আপনাকে পছন্দ করে। তাই এমন দেখলে সতর্ক হন। 


যদি আপনার প্রতি বেশি মন দেন। আপনার সকল আচরণে প্রতি যদি সে খেয়াল রাখে, আপনার সব বিষয় গুরুত্ব দেয়, সব সময় আপনাকে যত্ন নেন তাহলে বুঝতে হবে আপনার প্রতি তার আলাদা অনুভূতি রয়েছে। সব সময় ইতিবাচক আচরণ করেন এরা। সব খারাপের মধ্যে ভালো খোঁজার চেষ্টা করেন। সব সময় ইতিবাচক কথা বলেন। এমন দেখলে বুঝতে হবে সে আপনার প্রেমে পড়েছে।  


সে কি চেষ্টা করছে সে আপনাকে বিনোদন করার। আপনাকে সব বিষয় খেয়াল রাখছে সে, তাহলে বুঝতে হলে আপনার প্রতি তার আলাদা অনুভূতি রয়েছে। প্রেমে পড়লে আপনার সকল সমস্যা সমাধানে উদ্যোগ নেবে সে। এমন করলে বুঝতে হবে কর্কট রাশি ছেলেরা আপনার প্রেমে পড়েছে। 


আপনার গোপনীয়তা কাউকে জানাবে না, আপনি যা বলবেন তা গোপন রাখবে সকলের থেকে। এমনকী, আপনার সব কাজে যে যদি সাহায্য করতে চায়, তাহলে বুঝতে হবে আপনার প্রতি তার অনুভূতি রয়েছে। 


প্রতিদিনই শয় শয় মানুষ নতুন সম্পর্কে জড়াচ্ছেন তো কারও সম্পর্ক ভেঙে চলেছে। বর্তমান প্রজন্মের কাছে সম্পর্ক ভাঙা-গড়া নতুন কথা নয়। তাই দ্রুত কারও প্রেম গড়ে দ্রুত ভাঙে প্রেম। আজ রইল কর্কট রাশির কথা। এই রাশির ছেলেরা প্রেমে পড়লে এদের মধ্যে দেখা দেয় এমন পরিবর্তন। তাই সতর্ক হন। কর্কট রাশির মধ্যে এমন কয়টি পরিবর্তন দেখা দিলে সতর্ক হন, প্রেমে পড়লে হয় এমনটা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.