দিন দিন পাতলা হচ্ছে চুল, দেখা যাচ্ছে টাক? জবা ফুলের সঙ্গে ব্যবহার করুন পাতাও, ঠিক এই নিয়ম মেনে
ODD বাংলা ডেস্ক: চুল ভালো রাখতে জবা ফুলের পাশাপাশি জবার পাতাও কিন্তু বেশ কার্যকরী হয়ে ওঠে। চুল ভালো রাখতে খুবই সাহায্য করে এই জবা ফুলের পাতা। কীভাবে ব্যবহার করবেন জবার পাতা, চুল পড়া বন্ধ করার উপায় জেনে নিন
Hibiscus Leaves Benefits: চুলের যত্ন(Hair Care) নেওয়ার জন্য শুধুই নানা হেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন? বাজারচলতি নানা হেয়ার প্রোডাক্ট আপনার চুলের জন্যে ভালো হতেও পারে। সব বাজারচলতি প্রোডাক্টই যে খারাপ হয়, এমন অর্থ নেই। তবে নানা প্রাকৃতিক উপাদানও কিন্তু চুলের জন্য যথেষ্ট ভালো।
তাই সেসব প্রাকৃতিক উপাদান হেয়ার প্রোডাক্টেও ব্যবহার করা হয়। যেমন জবা ফুল ও জবা ফুলের পাতা চুলের জন্য এতটাই ভালো যে, তা দিনের পর দিন বিউটি ওয়ার্লডে জনপ্রিয় হয়ে উঠেছে। যেমন, জবা ফুলের তেল থেকে শুরু করে জবার হেয়ার প্যাক সবই এখন বেশ জনপ্রিয়।
আপনি বাড়িতেও চাইলে এই হেয়ার প্যাক(Hibiscus Hair Pack) চুলের যত্নে ব্যবহার(Hair Care Tips) করতে পারেন। কিন্তু জবা ফুলের পাতাও(Hibiscus Leaves) যে একইভাবে উপকারী হতে পারে, তা কি আপনি জানতেন? জবা ফুলের পাশাপাশি এই গাছের পাতাও কিন্তু চুলের হাল ফেরাতে যথেষ্ট উপকারী। তা কীভাবে ব্যবহার করতে হবে জেনে নিন। এটাও জানুন যে, জবার পাতার উপকারিতা(Benefits of Hibiscus Leaves) ঠিক কী কী।
জবা ফুল ও পাতা এতটাই উপকারী যে, ভারতীয় আয়ুর্বেদেও চুলের যত্নে এই পাতার উপকারিতা উল্লেখ করা আছে। যাই হোক, জবার পাতার গুণগুলি জেনে নিন।
জবা পাতা প্রাকৃতিক ভাবে কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা আপনার শরীরের প্রয়োজনীয় কোলাজেন উৎপাদনে সাহায্য করে। ত্বকের বয়স ধরে রাখতে এই কোলাজেনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে চুল ভালো রাখতেও কিন্তু এর যথেষ্ট ভূমিকা রয়েছে। কোলাজেনে উপস্থিত অ্যামিনো অ্যাসিড চুলের বৃদ্ধিতে সাহায্য করে। চুলের ফলিকল মজবুত করে। স্ক্যাল্প ভালো রাখে।
জবা ফুল ও পাতা আপনার প্রদাহ কমাতেও সাহায্য করে। যদি আপনার স্ক্যাল্পে চুলকানি, জ্বালা করা বা অস্বস্তি হয়, তবে এই জবা ফুল বা পাতা আপনি
লাগিয়ে নিতে পারেন। উপকার পাবেন। প্রদাহ কমাতে সাহায্য করবে। কারণ, এর মধ্য়ে আছে প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন। দূষণ ও ধুলেোর ফ্রি ব়্যাডিকালসের সামনে স্ক্যাল্প ও চুলে একটি সুরক্ষা স্তর তৈরি করে।
স্ক্যাল্পের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে
পর্যাপ্ত পরিমাণে জল খেলে তা সরাসরি আপনার চুলে কোনও প্রভাব ফেলে না ঠিকই তবে আপনার শরীর হাইড্রেটেড রাখতে সাহায্য করে। শরীর হাইড্রেটেড থাকলে রক্ত সঞ্চালনও ঠিকঠাক থাকে। যা আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
জবা ফুল ও পাতা হল প্রাকৃতিক কন্ডিশনার। এর হেয়ার প্যাক আপনার স্ক্যাল্পে ও চুলে লাগালে তা আপনার চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করবে। স্ক্যাল্পের আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করবে।
পড়ার সমস্যায় জবা ফুলের পাতা প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে? চুল উঠে উঠে আপনার মাথা যদি ফাঁকা হয়ে যায়, তবে স্ক্যাল্পে নতুন করে চুল গজাতে সাহায্য করে এই জবার পাতা। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা নতুন করে
দুর্বল ফলিকলকে মজবুত করতে সাহায্য করে। তাই আবার সেই স্থানে নতুন করে চুল গজাতে পারে।
একটি গবেষণায় দেখা গিয়েছে, জবা ফুল ও পাতার এক্সট্র্যাক্ট আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করে। যদিও বেশিরভাগ গবেষণা করা হয়েছে পশুদের উপর। মানুষের উপর এই ফুল কতটা কার্যকরী, তা বোঝার জন্যে আরও বেশি গবেষণার প্রয়োজন।
Post a Comment