দীপাবলি-র আগে ত্বকে আসবে জেল্লা, রইল কয়টি স্ক্রাবারের হদিশ, জেনে নিন কী কী
ODD বাংলা ডেস্ক: উৎসবের এই কদিন সকলের নজর কাড়তে মরিয়া সকলে। পুজোর এই কদিন ত্বকে জেল্লা আনতে ব্যবহার করুন এই বিশেষ প্যাক। রইল কয়টি স্ক্রাবারের কথা। জেনে নিন কী কী।
আর মাত্র কটা দিনের অপেক্ষা। তার পরই আলোর উৎসব। সর্বত্র ধনতেরাস দিয়ে শুরু হবে মায়ের আরাধনা। উৎসব চলছে ভাইফোঁটা পর্যন্ত। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। এই সময় সকলেই ব্যস্ত ত্বকের যত্ন নিতে। উৎসবের এই কদিন সকলের নজর কাড়তে মরিয়া সকলে। পুজোর এই কদিন ত্বকে জেল্লা আনতে ব্যবহার করুন এই বিশেষ প্যাক। রইল কয়টি স্ক্রাবারের কথা। জেনে নিন কী কী।
কফির স্ক্রাবার বানাতে পারেন। একটি পাত্রে হাফ কাপ কফি নিন। তাতে মেশান সম পরিমাণ ব্রাউন সুগার। এবার মেশান এক টেবিল চামচ অলিভ অয়েল। তাতে মেশান দুটি ভিটামিন ই ক্যাপসুল। ভালো করে মিশিয়ে নিন। এবার এই প্যাক দিয়ে মুখে ও গায়ে লাগান। স্ক্রাবিং করে নিন। কিছুক্ষণ পর ধুয়ে নিন। এতে ত্বক হবে উজ্জ্বল।
ওটস ও দই দিয়ে বানিয়ে ফেলুন প্যাক। একটি পাত্রে ১ টেবিল চামচ ওটস নিন। তবে, প্রথমে ওটস গুঁড়ো করে নিন। তার সঙ্গে মেশান ১ টেবিল চামচ দই। মেশান পরিমাণ মতো গোলাপ জল। ভালো করে মিশিয়ে নিন। এই প্যাক দিয়ে মুখে ও গায়ে লাগান। স্ক্রাবিং করে নিন। কিছুক্ষণ পর ধুয়ে নিন। এতে ত্বক হবে উজ্জ্বল।
গ্রিন টি ও মধু দিয়ে বানিয়ে ফেলুন স্ক্রাবার। একটি পাত্রে গ্রিন টি নিয়ে তাতে মেশান মধু ও পরিমাণ মতো ব্রাউন সুগার। ভালো করে মিশিয়ে নিন। এই প্যাক দিয়ে মুখে ও গায়ে লাগান। স্ক্রাবিং করে নিন। কিছুক্ষণ পর ধুয়ে নিন। এতে ত্বক হবে উজ্জ্বল। একবার ব্যবহারে মিলবে উপকার। সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করুন। দ্রুত মিলবে উপকার।
মসুর ডাল ও হলুদ দিয়ে বানিয়ে ফেলুন স্ক্রাবার। প্রথমে মসুর ডাল ভালো করে বেটে নিন। এবার হলুদের টুকরো বেটে নিন। হলুদ বাটার সঙ্গে মেশান মসুর ডাল বাটা। ভালো করে মিশিয়ে নিন। এতে মেশান দই। ভালো করে মিশিয়ে নিন। এই প্যাক দিয়ে মুখে ও গায়ে লাগান। স্ক্রাবিং করে নিন। কিছুক্ষণ পর ধুয়ে নিন। এতে ত্বক হবে উজ্জ্বল। একবার ব্যবহারে মিলবে উপকার। সপ্তাহে ২ দিন অন্তত ব্যবহার করুন এই প্যাক। মিলবে উপকার। দীপাবলি-র আগে ত্বকে আনুন জেল্লা। এই কয়টি স্ক্রাবারের ব্যবহারে মিলবে উপকার।
Post a Comment