লেটুস পাতার সামনেও টিকতে পারল না লিজ ট্রাস! ঠাট্টায় সরগরম নেটদুনিয়া
ODD বাংলা ডেস্ক: ব্রিটেনের রাজনৈতিক অঙ্গন গরম হতেই গত শুক্রবার ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা 'ডেইলি স্টার' ট্রাসের ছবির পাশে তাজা একটি লেটুস পাতা রেখে পাঠকদের কাছে প্রশ্ন রাখে, কোন 'ওয়েট লেটুস' বেশিদিন টিকবে? প্রসঙ্গত ব্রিটিশরা নাজুক কোনো কিছুকে ঠাট্টাচ্ছলে ওয়েট লেটুস বলে থাকে।
মাত্র ৪৫ দিনের মাথায় ইস্তফা দিয়েছেন ব্রিটেনের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী লিজ ট্রাজ। রাজনৈতিক পরিবেশ যখন গম্ভীর তখন নেট দুনিয়ায় লিজ ট্রাজকে নিয়ে চলছে আরেক ঠাট্টা। ট্রাস নাকি সামান্য লেটুস পাতার কাছেই হেরে গেছেন!
ঘটনার শুরু গত শুক্রবার। রয়টার্সের সূত্রানুসারে, ব্রিটেনের রাজনৈতিক অঙ্গন গরম হতেই ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা ডেইলি স্টার ট্রাসের ছবির পাশে তাজা একটি লেটুস পাতা রেখে পাঠকদের কাছে প্রশ্ন রাখে, কোন 'ওয়েট লেটুস' বেশিদিন টিকবে? প্রসঙ্গত ব্রিটিশরা নাজুক কোনো কিছুকে ঠাট্টাচ্ছলে ওয়েট লেটুস বলে থাকে।
এরপর ট্যাবলয়েডটি লেটুসের মাথায় ট্রাসের চুলের মতোই পরচুলা বসিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের মনোবল বাড়াতে বহুল ব্যবহৃত স্লোগান 'কিপ কাম অ্যান্ড ক্যারি অন' লিখে আরেকটি ছবি শেয়ার করে।
এদিকে সপ্তাহ না ঘুরতেই বৃহস্পতিবার ট্রাস প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিট বাসভবনের বাইরে নিজের পদত্যাগের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ফিডে হামলে পড়ে ২১ হাজারেরও বেশি টুইটার ব্যবহারকারী। আর ব্রিটিশ মিডিয়া হাউজও কম বেরসিক না। তারাও নতুন করে ঘোষণা দিলো, 'লিজ ট্রাসকে হারিয়ে দিলো লেটুস'।
এরপর থেকেই নেট দুনিয়ায় লেটুস পাতার সঙ্গে লিজ ট্রাসকে নিয়ে হাসাহাসিতে মেতে উঠেছেন নেটিজেনরা।
গত কয়েকদিন ধরেই ট্রাসের প্রশাসনে ব্যাপক তোলপাড় চলছিল। কনজারভেটির পার্টিরই কয়েকজন এমপি ট্রাসের পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন। এরপরই আসে ট্রাসের পদত্যাগের ঘোষণা
১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বিবৃতিতে ট্রাস বলেন, তিনি নির্বাচনী ম্যানডেট পূরণ করতে ব্যর্থ হয়েছেন।
ট্রাসের বদলে কে নেতৃত্বে আসবেন, তা নির্ধারিত হবে আগামী সপ্তাহের মধ্যে ভোটাভুটির মাধ্যমে।
Post a Comment