এ কী কান্ড! একমিনিটে ভেস্তে গেল প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের, তবে বিয়েটা কার,শোরগোল নেটপাড়ায়

 


ODD বাংলা ডেস্ক: বিয়ের দিনক্ষণও ঘোষণা হয়ে গিয়েছিল, তবে বিয়েটা শেষমেষ হচ্ছে না। বিয়েতে বাধা চলে এসেছে। তবে তা আবার মিটমাটও হয়ে যেতে পারে। কিন্তু সেই বিয়ে হচ্ছে ঋষভ আর ইপ্সিতার। এবার সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন নিজেরাই। ২০২২ সালে ২৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।

 

ফের বিয়ের সানাই বাজতে চলেছে টলিউডে। ছবির নাম 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'। টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে গাটছড়া বাঁধছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিপাড়ার আইকনিক জুটিকে নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়। গত কয়েক সপ্তাহ ধরেই তাদের বিয়ের খবরে তোলপাড় সংবাদমাধ্যম। বিয়ের দিনক্ষণও ঘোষণা হয়ে গিয়েছিল, তবে বিয়েটা শেষমেষ হচ্ছে না। বিয়েতে বাধা চলে এসেছে। তবে তা আবার মিটমাটও হয়ে যেতে পারে। কিন্তু সেই বিয়ে হচ্ছে ঋষভ আর ইপ্সিতার। এবার সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন নিজেরাই। ২০২২ সালে ২৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।


'প্রাক্তন'ছবি দিয়েই প্রায় দেড় দশক বাদে বড়পর্দায় কামব্যাক করেছিল টলিপাড়ার এই হিট জুটি।  প্রসেনজিৎ ও ঋতুপর্ণার বিয়ে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে ছিল। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন ঋতুপর্ণা ও প্রসেনজিৎ।ভ্যালেন্টাইন্স ডে-র দিনই সুখবর দিয়েছিলেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা।  ভ্যালেন্টাইন্স ডে-র দিন সকাল সকালই বিয়ের আমন্ত্রণ পত্র প্রকাশ্যে এনেছিলেন হবু বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যা দেখা মাত্রই চক্ষু ছানাবড়া হয়েছিল নেটিজেনদের। সকলেই ভেবেছিলেন ঋতুপর্ণা ও প্রসেনজিতের বিয়ে হতে চলেছে। এবার সবটা খোলসা করে দিলেন ভিডিও বার্তায়। বরং বিয়েটা হচ্ছে অভিনেতা ঋষভ বসু ও ইপ্সিতা মুখোপাধ্যায়ের। ২৫ নভেম্বর এদেরই বিয়ে দিতে চলেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। তবে শেষ মুহূর্তে পাত্রী বেঁকে বসেছেন। সেই নিয়ে শুরু হয়েছে বচসা। পাত্র ঋষভ কি পারবে হবু বইয়ের মান ভাঙাতে, তার উত্তর মিলবে ২৫ নভেম্বর।

 

ভ্যালেন্টাইন্স ডে-র দিন বিয়ের ডিজিট্যাল কার্ড পোস্ট করেছিলেন টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যেখানে লেখা ছিল, সবিনয় নিবেদন, মহাশয়, মহাশয়া বিগত তিন দশকেরও বেশি সময় ধরে আমরা একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পরে নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি। প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। সমস্ত গুরুজনদের আশীর্বাদ আর ভালবাসা নিয়ে আগামীদিনের পথচলা শুরু করতে চাই। পাকা দেখা থেকে বিয়ের পুরো দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার টিম হাট্টিমাটিম। এবং বিয়ের ঘটকালির দায়িত্বে রয়েছেন পল্লবী চট্টোপাধ্যায়। এবং তত্ত্বাবধানে রয়েছেন মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল নিমন্ত্রণ পত্রের জন্য ত্রুটি মার্জনীয়। বিনীত ও বিনীতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত।


এখানেই শেষ নয়, বিয়ে সংক্রান্ত যে কোন তথ্যের জন্য কোনরকম লজ্জা না পেয়ে ফোন করুন মোহর ও শর্মিষ্ঠাকে। প্রসেনজিতের পোস্ট করা ডিজিটাল কার্ড দেখে সকলেরই চোখ কপালে উঠেছিল। প্রেমদিবসের দিন বুম্বা দার থেকে অভিনব সারপ্রাইজ পেয়ে রীতিমতো আপ্লুত অনুরাগীরা।  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার হলেন মোহর। এবং দীর্ঘদিন ধরে ঋতুপর্ণা সেনগুপ্তর টিমের সঙ্গে যুক্ত রয়েছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। অন্যদিকে বিয়ের ঘটকালি করছেন বুম্বাদার বোন পল্লবী চট্টোপাধ্যায়। সেটাও খোলসা করে জানিয়েছেন স্বয়ং প্রসেনজিৎ। তবে আসল বিষয়টা কী তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। সূত্র থেকে জানা যাচ্ছে রূপোলি পর্দায় ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন 'প্রাক্তন' জুটি। নিজেদের আপকামিং ছবির ঘোষণাই অভিনব পদ্ধতিতে ঘোষণা করেছিলেন অভিনেতা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.