এই রত্নগুলো একসঙ্গে ধারণ করা যাবে না, হতে পারে বিপদ!

 


ODD বাংলা ডেস্ক: পুরাণে রত্ন সম্পর্কে একাধিক বর্ণনা পাওয়া যায়। পুরাণ অনুযায়ী বামন অবতারে বিষ্ণু যখন রাজা বলির কাছ থেকে তিন পা সমান ভূমির দান চান, তখন তিনি তৃতীয় পা রাজা বলির শরীরে রাখেন। এর ফলে রাজা বলির সমস্ত শরীর রত্নময় হয়ে ওঠে। এর পর ইন্দ্র রাজা বলির শরীরকে একাধিক টুকড়োয় বিভক্ত করে দেন। রাজা বলির শরীরেরর টুকড়ো থেকেই রত্নের উৎপত্তি মনে করা হয়।


প্রাচীন শাস্ত্রে ৮৪টি রত্ন ও উপরত্নের উল্লেখ পাওয়া যায়। তবে এর মধ্যে শুধুমাত্র ৯টি রত্নকে নবরত্নের মর্যাদা দেওয়া হয়েছে। এগুলি হল- মাণিক্য, মুক্তো, প্রবাল, পান্না, পোখরাজ, হীরা, নীলম, গোমেদ, লহসুনিয়া। এই ৯টি ছাড়া বাকি সমস্তকেই উপরত্ন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জ্যোতিষ মতে এই ৯টি রত্ন নবগ্রহের প্রতিনিধিত্ব করে এবং ব্যক্তির জীবনে এই রত্নের গভীর প্রভাব পড়ে। কোনও কোনও রত্ন গ্রহদোষ শেষ করে, আবার কোনও কোনও রত্ন ধারণ করলে ভাগ্যোদয় হয়। তবে রত্ন ধারণেরও একটি নিয়ম রয়েছে। জ্যোতিষে এমন কিছু রত্ন সম্পর্কে বলা হয়েছে, যা এক সঙ্গে ধারণ করা উচিত নয়, তা না-হলে জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে। কোন কোন রত্ন ভুলেও একসঙ্গে পরবেন না, জেনে নিন—


নীলম, প্রবাল, মুক্তো, পোখরাজ একসঙ্গে ধারণ করবেন না


নীলম শনির রত্ন। শনি দোষ থেকে মুক্তি পেতে হলে এই রত্ন ধারণ করা উচিত। তবে নীলম পরে থাকলে, তার সঙ্গে প্রবাল, মুক্তো, পোখরাজ ও মাণিক্য এক সঙ্গে পরবেন না। এই সমস্ত রত্ন একসঙ্গে পরলে জীবনে খারাপ প্রভাব পড়ে এবং নানান সমস্যা ও দুশ্চিন্তায় জীবন ঘিরে যেতে পারে।


পোখরাজ, প্রবাল ও মুক্তো এক সঙ্গে পরবেন না


প্রবাল, পান্না ও মুক্তো আবার পোখরাজের সঙ্গে পরবেন না। উল্লেখ্য, বুধের অশুভ প্রভাব দূর করার জন্য পান্না ধারণ করা হয়। আবার মঙ্গলের অশুভ প্রভাব দূর করতে প্রবাল পরার পরামর্শ দেন জ্যোতিষীরা। মুক্তো চন্দ্রমা ও পোখরাজ বৃহস্পতির প্রভাব বৃদ্ধির জন্য ধারণ করা হয়। এই সমস্ত গ্রহই পৃথক পৃথক গ্রহকে শক্তিশালী করে, তাই এই সমস্ত রত্ন এক সঙ্গে পরলে কলহ উৎপন্ন হয়।


প্রবাল, পোখরাজ, মুক্তো ও লহসুনিয়াও পরবেন না একসঙ্গে


লহসুনিয়া পরে থাকলে, এর সঙ্গে প্রবাল, পোখরাজ ও মুক্তো ধারণ করবেন না। দানব ও ছায়া গ্রহ কেতুর প্রতিনিধিত্ব করে লহসুনিয়া। এই একটি রত্ন ধারণ করলে রাহু, কেতু ও শনির ওপর প্রভাব বিস্তার করা যায়। অন্য রত্নের অধিপতি গ্রহকে এঁদের শত্রু মনে করা হয়। তাই লহসুনিয়ার সঙ্গে প্রবাল, পোখরাজ, মুক্তো ধারণ করলে জীবনে বড়সড় সমস্যা উৎপন্ন হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.