ক্লান্ত বৃদ্ধাকে বসার টুল এগিয়ে দিচ্ছে ছোট কুকুরছানা, দেখুন ভিডিও

 


ODD বাংলা ডেস্ক: অতিথি গল্পে এক অচেনা কুকুরের সঙ্গে বন্ধুত্বের গল্প বলেছিলেন শরৎচন্দ্র। সেই গল্প যে খুব একটা কল্পকথা নয়, তার উদাহরণে কোনো কমতি নেই। মাঝেমধ্যেই নেটে দেখা মেলে এমন সব ভিডিও ও ছবি, যা বার বার মনে করিয়ে দেয় সে কথা। এবার এক পোষা কুকুরছানার কাণ্ড ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে এক বৃদ্ধা বাগানের কাজ করছেন। পাশে খেলে বেড়াচ্ছে একটি ছোট কুকুরছানা। কাজ শেষে যেই ঐ বৃদ্ধা বসতে যাবেন, তখনই দেখা যায়, তিনি যে টুলে বসবেন সেটি খুব একটা বড় নয়। তাছাড়া সেটি রয়েছে তার পিছনের দিকে। তাই ঘুরে সেটি টেনে নেয়াও বেশ অসুবিধাজনক তার পক্ষে। তখনই উদ্ধারকর্তা হিসাবে ছুটে আসে কুকুরটি। আকারে ছোট হলেও উদ্যমে কমতি নেই কুকুরটির। সাদা রঙের কুকুরটি মুখ দিয়ে ঠেলে ঠেলে এগিয়ে দেয় টুলটি। ঠিক যেখানে ঐ বৃদ্ধা বসবেন সেখানেই টুলটি পৌঁছে দেয় সে।


বৃদ্ধা প্রতি ছোট কুকুরছানার এ হেন যত্নে নেমেছে প্রশংসার ঢল। টুইটারে বুইটেনজেবিডেন নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওটি এরই মধ্যে দেখে ফেলেছেন ২৭ লাখ মানুষ।  


শিরোনামে লেখা, “কুকুরই সবার সেরা।” ভিডিওটি দেখে কুকুর আর বৃদ্ধার প্রতি ভালোবাসা জানিয়েছেন তিন লাখ ৯৩ হাজারেরও বেশি মানুষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.