জানা-অজানা জিম্বাবুয়ে
ODD বাংলা ডেস্ক: আফ্রিকা মহাদেশ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সুন্দর একটি মহাদেশ। বিশ্বের ইতিহাসে এই মহাদেশের অবদান অনেক। আফ্রিকা মহাদেশ থেকে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো পৃথিবীতে। জিম্বাবুয়ে আফ্রিকার দক্ষিণ অংশে অবস্থিত একটি রাষ্ট্র।
এই দেশটির দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত ১৪শ শতকে পাথরে নির্মিত জিম্বাবুয়ে শহরের নামে নামকরণ করা হয়েছে। জাম্বেজি নদীর উপর রয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত এবং বন্য জীবজন্তুর জন্য দেশটি বিখ্যাত। জিম্বাবুয়ের জনগণকে দুইটি প্রধান জাতিগত ও ভাষাগত দলে ভাগ করা যায়।
ন্দেবেলে ও শোনা ভাষা। ন্দেবেলেরা প্রধানত দক্ষিণ-পশ্চিম অংশে বাস করে। জিম্বাবুয়ের রাজধানী হারারে। শহরটি একটি বাণিজ্যিক খামারপ্রধান জেলার কেন্দ্রে অবস্থিত। জিম্বাবুয়েতে জনবসতি গড়ে উঠেছে প্রায় ২০০০ বছর আগে।
রাজনৈতিক উত্থান-পতনের মধ্যে দিয়ে সময় যাপন করেছে জিম্বাবুয়ে। এই দেশে ১৯৮০ সালে শ্বেতাঙ্গ-শাসনের অবসান ঘটে ও দেশটির স্বাধীনতা আন্দোলনের নায়ক রবার্ট মুগাবে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। তখন থেকে ২০১৭ সাল পর্যন্ত মুগাবে ও তার দলই জিম্বাবুয়ে শাসন করেছে।
যদিও মুগাবের শাসনকালে বাকস্বাধীনতা, বিচার ব্যবস্থা ও রাজনৈতিক বিরোধীদের দমন করার মধ্য দিয়ে তিনি এর বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন।
Post a Comment