বাড়ি থেকে বেরোনোর সময় এই ঘটনা ঘটলে সাবধান! কষ্ট বাড়বে, জানাচ্ছে শাস্ত্র

 


ODD বাংলা ডেস্ক: শকুন শাস্ত্রে বলা হয়েছে যে, ব্যক্তি বিশেষ কাজের জন্য বাড়ি থেকে বেরোলে, কোনও নির্দিষ্ট ঘটনা ঘটে গেলে বা কিছু দেখে নিলে, সেই দিনের জন্য সেই কাজটি এড়িয়ে যাওয়াই ভালো। কোনও কাজ করা বা যাত্রার আগে কী ঘটা বা দেখাকে শুভ মনে করা হয় না, জেনে নিন--


ভাঙা আয়না


শকুন শাস্ত্র অনুযায়ী যাত্রায় বেরোনোর আগে ভাঙা আয়না দেখে নিলে অথবা হঠাৎই আয়না ভেঙে গেলে, এই ঘটনাকে অশুভ সংকেত মনে করা হয়। ভাঙা আয়না অদূর ভবিষ্যতের সমস্ত সমস্যা সম্পর্কে জানিয়ে থাকে। তাই কোথাও যাওয়ার আগে এমন ঘটনা ঘটলে, সেই যাত্রা বা কাজটি সে দিনের জন্য বাতিল করে দিন। তা না-হলে যাত্রায় সমস্যা দেখা দিতে পারে।


উপায়- তবে সেই কাজ বা যাত্রা বিশেষ প্রয়োজনীয় হলে, এমন কিছু ঘটার পর বিঘ্নহর্তা গণেশের দর্শন করে বের হন। সেই কাজ বা যাত্রায় যাতে কোনও বিঘ্ন না-আসে এবং তা সফল হয় এমন প্রার্থনা করবেন।


দুধ উথলে পড়লে


অনেক সময় দুধ ফোটানোর সময়, উথলে নীচে পড়ে যায়। এমন ঘটনা প্রায়ই ঘটছে। তাই এ সম্পর্কে কেউ মাথা ঘামান না। কিন্তু পরিবারের কোনও সদস্য বিশেষ কাজে বাইরে বের হলে, তখন যদি দুধ উথলে পড়ে, তা হলে সেটিকে শুভ ইঙ্গিত মনে করা হয় না। শকুন শাস্ত্র অনুযায়ী এটি এক ধরনের সতর্কবার্তা। এ বিষয় সতর্কতা অবলম্বন না-করলে যাত্রার সময় যে কোনও ধরনের দুর্ঘটনা বা ঘটনা ঘটতে পারে।


উপায়- দুধ উথলে পড়ে গেলে, কিছু ক্ষণের জন্য বসে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। ১১ বার এই মন্ত্র জপ করার পরই যাত্রায় বের হবেন।


খালি বাসন দেখা


কোথাও যাওয়ার আগে খালি বাসন, বালতি দেখাকেও শকুন শাস্ত্রে অশুভ ইঙ্গিত মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এমন হলে জাতকের সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে। এর ফলে যে কাজের জন্য বের হচ্ছেন, তাতে সাফল্য লাভের বিষয় সন্দেহের অবকাশ থেকে যায়।


উপায়- এমন কিছু ঘটলে বাড়িতেই কিছু ক্ষণ অপেক্ষা করুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করার পর যাত্রা শুরু করবেন।


কুকুর বা বেড়ালের কান্না


শকুন শাস্ত্রে বাড়ির বাইরে যদি বেড়াল বা কুকুর কাঁদে তা-হলে এটিকে অত্যন্ত বিপজ্জনক অশুভ ইঙ্গিত মনে করা হয়। শকুন শাস্ত্র মতে, কোনও বিশেষ কাজে বের হওয়ার সময় এমন ঘটনা ঘটলে যাত্রায় মৃত্যুতুল্য কষ্ট ভোগ করতে হয়। এমনকি ব্যক্তির সঙ্গেও যে কোনও ঘটনা বা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই বেড়াল বা কুকুরের কান্নার আওয়াজ শুনলে যাত্রা বাতিল করে দেওয়া উচিত।


উপায়- সেই কাজ বা যাত্রাটি একান্তই প্রয়োজনীয় হলে শিবলিঙ্গে বিল্বপত্র অর্পণ করুন। শিব চালিসা পাঠ করার পর যাত্রা করবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.