বিয়ের প্রস্তাবে আপত্তি, বাড়িতে ঢুকে নাবালিকাকে তুলে নিয়ে গেল তৃণমূলের যুব নেতা
ODD বাংলা ডেস্ক: শাসক দল তৃণমূলের এক নেতার বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ ঘিরে শোরগোল শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথির মারিশদা এলাকায়! গভীর রাতে সদলবলে বাড়িতে ঢুকে নাবালিকার বাবাকে মারধর করে নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা। অভিযুক্ত যুব তৃণমূল নেতার এখনও হদিশ পায়নি পুলিশ৷ খোঁজ নেই অপহৃত নাবালিকারও৷ দুর্গা পুজোর দশমীর দিন এই ঘটনা ঘটে বলে অভিযোগ৷ নাবালিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে রেখেছিল ওই যুব তৃণমূল নেতা। কিন্তু মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার বাবা বাধা হয়ে দাঁড়ান। বাধা দিলে মারধর করা হয় মেয়েটির বাবাকে।
Post a Comment