‘সবাই রাজা হতে চাইছেন…!’ চিরঞ্জিতোর মন্তব্যে তৃণমূলে শোরগোল

ODD বাংলা ডেস্ক: একের পর এক দুর্নীতিতে বিদ্ধ রাজ্যের শাসকদল। তৃণমূলের নেতা-মন্ত্রীরা যখন একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন সেই সময় কর্মী-সমর্থকদের সতর্ক হওয়ার বার্তা দিলেন বারাসতের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। বিজয়া সম্মিলনীতে জানালেন, সবার উপর নাজর রাখছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। একেবারে পাখির চোখ দিয়ে দেখা হচ্ছে। তাতে সব খুঁত, বিচারধারা, লোভ ধরা পড়ে যাচ্ছে।প্রসঙ্গত বারাসতের বামনগাছিতে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে অংশ নিয়েছিলেন বিধায়ক। সেখানেই এই মন্তব্য করেন চিরঞ্জিৎ। বলেন, “দলে যাঁরা নীতি মেনে চলছেন না, তাঁদের উপর নজর রাখছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। একেবারে বার্ডস আই ভিউ। সমস্ত খুঁত, সমস্ত বিচারধারা, লোভ ধরা পড়ে যাচ্ছে। তাঁরাই সিদ্ধান্ত নেবেন কে সাদা আর কে কালো।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.