ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, হাওড়া-খড়গপুর শাখায় স্তব্ধ ট্রেন চলাচল
ODD বাংলা ডেস্ক: ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। হাওড়া স্টেশন ছাড়ার পর মাঝপথে আটকে এক্সপ্রেস-সহ একাধিক লোকাল ট্রেন। বিপাকে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখার যাত্রীরা। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত সমস্যার সুরাহা হয়নি। রেল সূত্রে খবর, ওভারহেডের তার সারাই করতে এখনও অনেকটা সময় লাগবে।শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ হাওড়ার কারশেডের পেরিয়ে টিকিয়া পাড়ার কাছে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি বাঁধে। পুরুলিয়া এক্সপ্রেস-সহ একাধিক লোকাল ট্রেন হাওড়া স্টেশন ছাড়ার পরই আটকে যায়। ফলে ওই শাখায় পরপর দাঁড়িয়ে পড়েছে একাধিক ট্রেন।আপাতত পুরোপুরি স্তব্ধ হাওড়া-খড়গপুর শাখায় ট্রেন চলাচল। হাওড়া থেকে যেমন ট্রেন খড়গপুরের দিকে যেতে পারছে না তেমনই উলটো দিক থেকেও আসতে পারছে না ট্রেন। অর্থাৎ আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। যার জেরে বিপাকে অফিস ফেরত যাত্রী-সহ পর্যটকরা।
Post a Comment