সোমবারই শক্তি বাড়াতে পারে গভীর নিম্নচাপ, মাটি হবে কালীপুজো?
ODD বাংলা ডেস্ক: কালীপুজোর আনন্দ কি এ বছর মাটি হতে চলেছে! আলিপুর আবহাওয়া দফতর যা পূর্বাভাস দিয়েছে, তাতে কপালে ভাঁজ বঙ্গবাসীর। নিম্নচাপ ক্রমেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেখানেই শেষ নয়। শক্তি বাড়িয়ে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানাল হাওয়া অফিস। তার ফলে কালীপুজোর পরের দিন অর্থাৎ মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার সকালে আন্দামান অঞ্চলে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। ক্রমেই তার পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২২ অক্টোবর অর্থাৎ শনিবার পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপ আরও শক্তি বাড়াতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Post a Comment