১৩ নভেম্বর পর্যন্ত সাবধান, দুই গ্রহের গোচর সমস্যা বাড়াবে ৫ রাশির জীবনে!
ODD বাংলা ডেস্ক: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী গ্রহ মার্গী ও বক্রী হলে প্রত্যেকের জীবনে তার গভীর প্রভাব পড়ে। ১৩ নভেম্বর পর্যন্ত তুলা রাশিতে বিচরণ করবে বুধ। আবার মঙ্গল মিথুন রাশিতে বক্রী হবে। এর ফলে একাধিক রাশির জাতকদের ওপর প্রতিকূল প্রভাব থাকবে। জ্যোতিষ মতে গ্রহের রাশি পরিবর্তনের ফলে এই রাশিগুলির ওপর যে প্রতিকূল প্রভাব পড়বে, তার ফলে একাধিক রাশির কাজে বাধা সৃষ্টি হবে। কঠিন পরিশ্রম করতে হবে এই রাশির জাতকদের। কোন কোন রাশির জাতকদের ওপর প্রতিকূল প্রভাব পড়বে জেনে নেওয়া যাক।
মেষ রাশি
হোম ও কিচেনে সবচেয়ে বড় ছাড়- ওয়াটার পিউরিফায়ার, গিজার, মিক্সার ও আরও অনেক কিছুতে রোজ বড় ছাড়
এই রাশির জাতকরা হঠাৎই যাত্রায় যেতে পারেন। এর ফলে আপনাদের ব্যয় বাড়বে। এমনকি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও দেখা যাবে। মঙ্গল বক্রী হওয়ায় মেষ রাশির জাতকদের ব্যবসায় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। মানসিক অবসাদের মতো সমস্যাও উৎপন্ন হতে পারে।
বৃষ রাশি
১৩ নভেম্বর পর্যন্ত সময়ে বৃষ রাশির জাতকদের ব্যয় বৃদ্ধি হতে পারে। এর ফলে বাজেট নষ্ট হতে পারে। আবার এই রাশির জাতকদের প্রেম জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই এই সময়কালের মধ্যে অত্যন্ত সাবধানে থাকুন, প্রেমিক-প্রেমিকার সঙ্গে কথা বলার সময় সতর্ক হন। এমন কিছু বলবেন না, যাতে পরস্পরের মধ্যে বিবাদ উৎপন্ন হয়।
তুলা রাশি
জ্যোতিষ অনুযায়ী তুলা রাশির জাতকদের এই গ্রহ গোচরের সময় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। পাশাপাশি আপনাদের ব্যয়ও বাড়তে পারে। ১৩ নভেম্বর পর্যন্ত কোনও বিবাদে জড়াবেন না, তা না-হলে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের কর্মক্ষেত্রের পরিস্থিতি খুব একটা ভালো থাকবে না। কোনও কাজ পূর্ণ করতে অধিক সময় ব্যয় হতে পারে। আপনার সামান্য গাফিলতির ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন। এই সময়ের মধ্য়ে কোনও ধন সংক্রান্ত লেনদেন করবেন না। বাজেট তৈরি করে ব্যয় করুন। তা না-হলে আর্থিক সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। অবসাদ গ্রস্ত হয়ে পড়বেন। লোকসানের সম্ভাবনা রয়েছে। বিরোধীদের থেকে সাবধানে থাকুন। কারণ বিরোধীরা আপনার সুযোগ নিতে পারেন।
মীন রাশি
১৩ নভেম্বরের মধ্যে চোখের কিছু সমস্যা হতে পারে মীন রাশির জাতকের। কিছু কিছু মীন জাতকের আবার মায়ের সঙ্গে মতভেদ হতে পারে। জ্যোতিষ পরামর্শ মেনে এই সময়কালের মধ্যে জমির সঙ্গে সম্পর্কযুক্ত কোনও চুক্তি করবেন না। কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে।
Post a Comment