সরকারি খরচে ১৩০০ মুসলিম দম্পতির বিয়ে দিলেন যোগী আদিত্যনাথ

ODD বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের মুসলিমদের মন জয় করতে নতুন পন্থা নিলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার সরকারি খরচে সংখ্যালঘু ব্যক্তিদের বিয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাজ্য বাজেট থেকে প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই খাতে। চলতি অর্থবর্ষে অন্তত ১৩০০ মুসলিম দম্পতির বিয়ে দেওয়া হয়েছে এই প্রকল্পের আওতায়।মুসলিম দম্পতির বিয়ে দেওয়ার জন্য আলাদা করে কমিটিও গঠন করা হয়েছে যোগী সরকারের তরফে। যেসব দম্পতিরা বিয়ে করতে ইচ্ছুক, তাঁরা সরকারের কাছে আবেদন জানাচ্ছেন। তাঁদের আবেদন খতিয়ে দেখে সরকারের তরফে বিয়ের জন্য আর্থিক সাহায্য করা হচ্ছে। প্রতিটি বিয়ের জন্য ৫১ হাজার টাকা করে বরাদ্দ করেছে যোগী সরকার। জানা গিয়েছে, প্রথমে বিয়ের কনের ব্যাংক অ্যাকাউন্টে ৩৫ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে সরকারের তরফে। তারপরে বিয়ের জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র কিনে তুলে দেওয়া হচ্ছে কনের হাতে। পাত্রের হাতে কোনও টাকা দেওয়া হচ্ছে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.