এবার কাঞ্চন মল্লিকের নামে পড়ল 'নিখোঁজ' পোস্টার!
ODD বাংলা ডেস্ক: উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে পোস্টার পড়েছে এলাকায়। এ নিয়ে কাঞ্চন জানিয়েছেন, তিনি ‘ভ্যানিশ’ হয়ে যাননি। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।শনিবার উত্তরপাড়ার কোতরং এলাকায় কাঞ্চনের নাম এবং ছবি দিয়ে কিছু পোস্টার দেখতে পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘নিখোঁজ— উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের সন্ধান চাই’। এ নিয়ে কাঞ্চনকে কটাক্ষ করেছে বিজেপি। উত্তরপাড়ার বিজেপি নেতা সঞ্জয় বণিকের কথায়, ‘‘নির্বাচনের পর মানুষ কাঞ্চন মল্লিককে পাাশে পাননি। দীর্ঘ দিন ধরেই মানুষের সমস্যায় তিনি পাশে দাঁড়াননি। তা ছাড়া তিনি যখন প্রার্থী হন তখন কাঞ্চনের দলেরই কিছু লোক তাঁর বিরুদ্ধে সোচ্চার হন। এই পোস্টার দেওয়া তারই প্রতিফলন।’’
Post a Comment