বুধেই বৃষ্টি শুরু, চলবে কালও, বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তের খবর দিল হাওয়া অফিস
ODD বাংলা ডেস্ক: মাঝরাতে তুমুল বৃষ্টি, সকালে রোদ ঝলমলে আকাশ— এমন এলোমেলো আবহাওয়ার মধ্যেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তের খবর দিল হাওয়া অফিস। আবহবিদেরা জানাচ্ছেন এই ঘূর্ণাবর্তের জেরে বুধবার থেকেই নতুন করে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে।বুধবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ওই ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণ বঙ্গে বৃষ্টি হবে। তবে এখনই ওই ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। আপাতত বুধ এবং বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়ে আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সবক’টি জেলাতেই।কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই দু’দিন। তবে বলা হয়েছে, শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৩ এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস।
Post a Comment