পিছু ছাড়ছে না দুর্যোগ, আগামী সপ্তাহেই নিম্নচাপের সম্ভাবনা


ODD বাংলা ডেস্ক: আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বাংলা থেকে অবশেষে বিদায় নিয়েছে বর্ষা। অথচ শনিবার সন্ধ্যাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে কলকাতায়। আগামী কয়েকদিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার কারণ, ক্রমশই ঘণীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত। আগামী সপ্তাহে এর জেরে ফের একবার হাওয়া বদলের ইঙ্গিত।হাওয়া অফিস বলছে, আগামী দু'একদিনের মধ্যে পুরোপুরি বর্ষা বিদায়ের প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী কয়েকদিন মেঘমুক্ত থাকবে কলকাতা ও দক্ষিণবঙ্গের আকাশ। উত্তরবঙ্গেও রবিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে। পুনরায় আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে বাংলায় বর্ষার মেয়াদ ফুরিয়ে এল তা বলাই বাহুল্য। আগামী দুই থেকে চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মূলত শুষ্ক থাকবে বলেই জানা যাচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.