কলকাতা-সহ দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

ODD বাংলা ডেস্ক: হাওয়া অফিস জানাচ্ছে, ঘন্টাখানেক কলকাতা এবং শহরতলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এমনকি ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। আজ শুক্রবার সকাল থেকেই কলকাতা এবং সংলগ্ন এলাকাতে কিছুটা মেঘলা আকাশ ছিল। তবে ভ্যাপসা গরম থাকলেও বেলা গড়াতেই বদলে যায় ছবিটা। কাল করে আসে আকাশ। একেবারে মুষলধারে কয়েকটি যায়গাতে বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। তবে বৃষ্টি হলেও আবহাওয়ার খুব একটা বেশ পরিবর্তন হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ফলে ভ্যাপসা গরমের পরিস্থিতি থাকবে বলেই মনে করা হচ্ছে।অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেমে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টার জন্যে এই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের তরফে দেওয়া হয়েছে। তবে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা উত্তরবঙ্গের জন্যে নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। গত কয়েকদিনে প্রবল বৃষ্টির সাক্ষী থেকেছে উত্তরবঙ্গের মানুষ। একেবারে প্রবল বৃষ্টির কারণে বিপদসীমার উপর দিয়ে বয়ে যায় সেখানকার নদীগুলি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.